বিশ্বজিৎ দে: কাঁচরাপাড়া ক্ষুদিরাম পল্লীর ভূতবাগানের কৌশিক মন্ডল (28), তার স্ত্রী অঙ্কিতা বর্মনকে (25) খু*ন করে ছোট সন্তানকে নিয়ে পালিয়ে যায়। কাঁচরাপাড়া থানায় খু*নের মামলা রুজু হয়। পুলিশ তদন্তে নেমে কৌশিক মন্ডলকে গতকাল রাতেই পান্ডুয়া থেকে গ্রেপ্তার করেছে। পুলিশ রিমান্ডের আবেদনসহ আজ তাকে আদালতে পাঠানো হচ্ছে। কি কারণে, কিভাবে সে তার স্ত্রীকে খু*ন করেছে সে বিষয়ে খতিয়ে দেখছে বিজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা।
স্ত্রী কে খু*ন করে বাচ্চাকে নিয়ে চম্পট স্বামী
বিশ্বজিৎ দে: কাঁচরাপাড়া ক্ষুদিরাম পল্লীর ভূতবাগানের কৌশিক মন্ডল (28), তার স্ত্রী অঙ্কিতা বর্মনকে (25) খু*ন করে ছোট সন্তানকে নিয়ে পালিয়ে...
