AMAR BANGLA NEWS

হাসপাতালের সামনে চলল গু*লি

বিশ্বজিৎ দে: ব্যারাকপুর বি,এন,বোস হাসপাতালের সামনে তিন যুবকের শুন্যে আচমকা গু*লি এবং গ্রেফতার ৩ রবিবার গভীর রাতে বি টি রোড...

বিশ্বজিৎ দে: ব্যারাকপুর বি,এন,বোস হাসপাতালের সামনে তিন যুবকের শুন্যে আচমকা গু*লি এবং গ্রেফতার ৩

রবিবার গভীর রাতে বি টি রোড এর ওপর, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর অন্তর্গত টিটাগর থানার বারাকপুর বিএন বসু হসপিটাল এর সামনে তিন যুবক শূন্যে 3 রাউন্ড গু*লি চালায়। তারপরেই তারা গাড়ি নিয়ে চম্পট দেয় কিন্তু সাথে সাথে রাতে কর্তব্যরত পুলিশ তাদের তাড়া করে। এরপর তাদের কে টাটা গেটের সামনে থেকে ধরে ফেলে। জানা গিয়েছে এই তিন যুবক খরদহের বাসিন্দা। এদের নাম আরমান আনসারী, সাহাবাজ আনসারী এবং বিশ্বজিৎ তেওয়ারি। এই তিনজনকে টিটাগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। কি কারনে এরা গু*লি চালালো বা পি*স্ত*ল কোথা থেকে এলো পুলিশ তা তদন্ত করে দেখছে। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পি*স্ত*ল। আজ এদের কে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হবে। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7mm পি*স্ত*ল এবং 2 রাউন্ড কা*র্তু*জ ও একটি গু*লি*র খোল। পরবর্তীতে তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়। তাদের নামে কেস নং 310/25 তারিখ 08/09/2025 u/s 25(1)(a)/27/35 আর্মস এক্ট রুজু করা হয়।