৭ দিনের WBPS,WBCS এবং পুলিশের ট্রেনিং এর নামে প্রতারণার চক্র ফাস ব্যারাকপুর মোহনপুর থানা এলাকায়,৩০০ এর বেশী যুবক যুবতির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ গ্রেফতার দুইজন
৭ দিনের পুলিশ এবং আর্মির ট্রেনিং এর নাম করে প্রত্যেকের কাছ থেকে হাজার-হাজার টাকা হাতিয়ে প্রতারণা প্রায় ৩০০ জন যুবক যুবতি কে।গতকাল গভীর রাত থেকেই এই ঘটনা ঘটায় চিন্তিত এলাকার বাসিন্দারা।ঘটনা টি ঘটেছে ব্যারাকপুর শিউলি এলাকায় মহোনপুর থানার অন্তর্গত। তবে এই ঘটনায় আতংকিত এলাকাবাসী।স্থানিয় বাসিন্দারা জানাচ্ছেন হঠাৎ এলাকার বাসিন্দাদের কাছ থেকে বেশি বেশি টাকা দিয়ে ঘর ভাড়া নেবার অফার দিচ্ছিলো। এরপর ক্লাবের মাঠ পরিস্কার করে দিয়েছে।কিন্তু এই রকমের ফেক এডুকেশন সেন্টার চলছিল তা বোঝা যায়নি।
তবে এই নিয়ে আতংকে মুখ খুলতে নারাজ ভুক্তভোগী শিক্ষার্থীরা।তারা ক্যামেরার সামনে মুখে কুলুপ এটেছে।
তবে এই ঘটনায় গ্রেফতার দুইজন।এদের নাম গোপাল দাস এবং নির্মল মাইতি। মোহনপুর থানার পুলিশ এদের কে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।স্থানিয় শিউলি পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন পুলিশ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।