প্রেমে প্রতারণা প্রাণ গেল কলেজ পড়ুয়া যুবতীর।
সুন্দরবনের হিঙ্গলগঞ্জের পুকুরিয়া ট্যাংরাপাড়ায় ঘটলো এক মর্মান্তিক ঘটনা 19 বছর বয়সের রিমি মন্ডল প্রেমের সম্পর্কে প্রতারণা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন । রিমি মণ্ডল তার পরিবারের দাবি লেবুখালি এলাকায় বাড়ি মানস মণ্ডল নামে এক যুবকের সঙ্গে গত এক বছর আগে সম্পর্ক জড়ায় মাঝে মাঝে ফোন করে বিরক্ত করতো মানাস মন্ডল ও বিভিন্ন রকম ভাবে চাপ দিতো তাকে। তারপর বাড়িতেই আজ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন কলেজ পড়ুয়া যুবতী রিমি মন্ডল । মৃত যুবতী হিঙ্গলগঞ্জ কলেজ এর ছাত্রী । রিমির শেষকৃত্য সম্পন্ন করা হলো বসিরহাটের শ্মশানে পরিবারের দাবি মানস মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবী করছেন এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন হিঙ্গলগঞ্জ থানায় রিমির বাবা, অভিযুক্ত যুবক মানষ মন্ডলওএর নামে এ বিষয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ।এই ঘটনায় পরিবারের শোকের ছায়া ও গ্রামে