AMAR BANGLA NEWS

প্রেমে প্রতারণা প্রাণ গেল কলেজ পড়ুয়া যুবতীর

    প্রেমে প্রতারণা প্রাণ গেল কলেজ পড়ুয়া যুবতীর।   সুন্দরবনের হিঙ্গলগঞ্জের পুকুরিয়া ট্যাংরাপাড়ায় ঘটলো এক মর্মান্তিক ঘটনা 19 বছর...

 

 

প্রেমে প্রতারণা প্রাণ গেল কলেজ পড়ুয়া যুবতীর।

 

সুন্দরবনের হিঙ্গলগঞ্জের পুকুরিয়া ট্যাংরাপাড়ায় ঘটলো এক মর্মান্তিক ঘটনা 19 বছর বয়সের রিমি মন্ডল প্রেমের সম্পর্কে প্রতারণা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন । রিমি মণ্ডল তার পরিবারের দাবি লেবুখালি এলাকায় বাড়ি মানস মণ্ডল নামে এক যুবকের সঙ্গে গত এক বছর আগে সম্পর্ক জড়ায় মাঝে মাঝে ফোন করে বিরক্ত করতো মানাস মন্ডল ও বিভিন্ন রকম ভাবে চাপ দিতো তাকে। তারপর বাড়িতেই আজ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন কলেজ পড়ুয়া যুবতী রিমি মন্ডল । মৃত যুবতী হিঙ্গলগঞ্জ কলেজ এর ছাত্রী । রিমির শেষকৃত্য সম্পন্ন করা হলো বসিরহাটের শ্মশানে পরিবারের দাবি মানস মন্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবী করছেন এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন হিঙ্গলগঞ্জ থানায় রিমির বাবা, অভিযুক্ত যুবক মানষ মন্ডলওএর নামে এ বিষয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ।এই ঘটনায় পরিবারের শোকের ছায়া ও গ্রামে