মালদা: ট্রেনে করে কচ্ছপ পাচার রুখতে বড়সড় সাফল্য পেল মালদা জিআরপি ফরাক্কা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে উদ্ধার করল ২৬৮টি কচ্ছপ। যদিও এই ঘটনায় জিআরপি কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। তবে বুধবার সাত সকালে এই বিশাল সংখ্যক কচ্ছপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় মালদা টাউন স্টেশনে। ঘটনা প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের জিআরপির আইসি জানান, তারা গোপন সূত্রে খবর পান দিল্লি থেকে আগত ফরাক্কা এক্সপ্রেসে করে কচ্ছপ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ট্রেনটি বুধবার সকাল ৯টা বেজে ৫০ মিনিটে মালদা টাউন স্টেশনে ঢোকা মাত্রই তারা ট্রেনে তল্লাশি অভিযান শুরু করেন। ওই সময় ট্রেনের এক জেনারেল কামরা থেকে কচ্ছপ বোঝাই পাঁচ-পাঁচটি বস্তা উদ্ধার করেন। সেই বস্তাগুলি থেকে উদ্ধার হয় ২৬৮টি কচ্ছপ। প্রাথমিক তদন্তে অনুমান কচ্ছপগুলি উত্তর প্রদেশ থেকে আনা হচ্ছিল এবং বালুরঘাটে পাচারের উদ্দেশ্য ছিল।মালদা টাউন স্টেশনে ফরাক্কা এক্সপ্রেস থেকে ২৬৮টি কচ্ছপ উদ্ধারের পরপরই জিআরপির পক্ষ থেকে খবর দেওয়া হয় মালদা বন দপ্তরে। সেই খবর পেয়ে স্টেশনে ছুটে যান মালদা ডিভিশনের ফরেস্ট বিট অফিসার প্রদীপ গোস্বামী। ওই সময় জিআরপির পক্ষ থেকে উদ্ধার ২৬৮-টি কচ্ছপ বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। যারমধ্যে ৮৯টি কচ্ছপ মৃত বলে জানা গেছে।