AMAR BANGLA NEWS

ভেঙে পড়ল বিপিনবিহারী গাঙ্গুলী স্ট্রীটের ওপর অবস্থিত বাজার

ভেঙে পড়ল বিপিনবিহারী গাঙ্গুলী স্ট্রীটের ওপর অবস্থিত বাজার l পুরসভার উদাসীনতার ফল, স্থানীয় তৃণমূল পৌর প্রতিনিধি পুরসভার অধিবেশনে এই বিষয়টা...

ভেঙে পড়ল বিপিনবিহারী গাঙ্গুলী স্ট্রীটের ওপর অবস্থিত বাজার l পুরসভার উদাসীনতার ফল, স্থানীয় তৃণমূল পৌর প্রতিনিধি পুরসভার অধিবেশনে এই বিষয়টা তুলে ধরার পরেও পুরসভা উদাসীন

বিবি গাঙ্গুলী স্ট্রিট এর একটি পুরনো বাড়ির বারান্দা ভেঙে পড়ে বিপত্তি।। নিচে রয়েছে একাধিক দোকান।। আজ সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ এই বারান্দা ভেঙে পড়ে, সেই সময়ের দোকানগুলি খোলা ছিল যদিও কোন হতাহতের খবর নেই।। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সকাল ৯ঃ১৫ মিনিট নাগাদ বিকট শব্দ হয়, তারা দেখেন হঠাৎ এই বাড়ির বারান্দা ভেঙে পড়েছে।। ঘটনাস্থলে পুলিশ এবং ডিজাস্টার মেজাস্টার ম্যানেজমেন্ট