বেলাঘাটা কনেক্টোর মেট্রো সম্প্রসারণ নিয়ে কলকাতা পুর সভার নিকাশি ব্যবস্থায় বিপত্তি। বেলাঘটা খালের মাঝে মেট্রো পিলার নির্মাণ কে কেন্দ্রে করে জল নিকাশীতে বিপত্তি। ফলে একটু বৃষ্টিতে জলমগ্ন পাশ্ববর্তী ওয়ার্ডগুলি যার মধ্যে অন্যতম ওয়ার্ড কলকাতা পুর সভার মেয়র পরিষদ সদস্য ও স্থানীয় 57 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহার এলাকা সবচে বেশি প্রভাবিত। তাই সমস্যার সমাধানের জন্য এদিন মেয়র পরিষদ নিকাশি তারক সিংহের নেতৃত্বে একটি বৈঠক ধাপা লক গেট পাম্পিং স্টেশনে হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ও মেয়র পরিষদ সদস্য জীবন সাহা, ডিজি শান্তনু ঘোষ, আরভিএনএল প্রতিনিধি সহ একাধিক পুর আধিকারিকরা। বৈঠক শেষে মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ জানান যে বৈঠক ফলপ্রসূ হয়েছে। তিনি জানান যে বেলাঘাটা খালে মেট্রো পিলারের জন্য কলকাতা পুর সভার নিকাশি ব্যবস্থা বাধাপ্রাপ্ত হচ্ছে। যার ফলে কলকাতা পুর সভার 57 এবং 58 নম্বর ওয়ার্ডের জলমগ্ন হয়ে পড়ছে। তাই আজকে বৈঠক থেকে যান্ত্রিক সমস্যা এবং প্রযুক্তিগত সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানান। তবে রেল বিকাশ নিগম লিমিটেডের প্রতিনিধি সুভাষ বসু সমস্ত রকমের সহযোগিতা আশ্বাস দিয়েছেন বলে জানান তারক সিংহ। তিনি জানান যে বেলাঘাটা খালে বিভিন্ন ওয়ার্ড থেকে জল এসে পড়ে। যার ফলে বেলাঘাটার খালের জল বেরোনোর যে ফ্লো কমে যাচ্ছে। তবে আর ভি এন এল আশ্বাস দিয়েছে যে তারা সেই সমস্যার সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানলেন মেয়র পরিষদ নিকাশি বিভাগ তারক সিংহ। তবে বৈঠকে তার ওয়ার্ডে মেট্রোর কাজের জন্য জলমগ্ন হয়ে যাওয়া নিয়ে একরাশ বিরক্তি এবং ক্ষোভ প্রকাশ করেন মেয়র পরিষদ সদস্য এবং স্থানীয় কাউন্সিলর জীবন সাহা। বৈঠকের পর তিনি জানান যে তার ওয়ার্ডে এবং পাশবর্তী ওয়ার্ডে বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যাচ্ছে। মানুষের দুর্ভোগ বাড়ছে। তাই আজকে বৈঠকের সিদ্ধান্ত যদি কার্যকরী হয় তাহলেই সমস্যার সমাধান হবে। কারণ এই অঞ্চলে নিকাশি ব্যবস্থা একেবারে ধীর গতিতে এগোচ্ছে। অন্য দিকে আর ভি এন এল এর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আধিকারিক সুভাষ বসু জানান যে তাদের পক্ষ থেকে সমস্যার সমাধানের জন্য যা যা করণীয় সেটা তারা খুব শীঘ্রই করে দেবেন বলে আশ্বাস দিলেন তিনি। শহরে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সময় বিতর্ক ডানা বাঁধে। এবার আর মধ্যে নতুন সংযোজন হল মেট্রোর কাজের জন্য বেলাঘাটা খালের নিকাশি ব্যবস্থা বাধাপ্রাপ্ত জন্য পাশ্ববর্তী অঞ্চলে জল জমার ও নিকাশি ব্যবস্থার সমস্যা। তবে আর ভি এন এল এর আশ্বাসের ফলে সমস্যার সমাধান কি দ্রুত হবে এখন সেটাই দেখার।