শুভজিৎ সরকার,
উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পৌরসভার মিলেনিয়াম সাইন্স পার্কে গাছকাটা নিয়ে জোর বিতর্ক দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা গতকাল গাছ কাটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করেন। তাতে দেখা যায় তারা গাছ কাটার বিরোধিতা করছেন এবং জিজ্ঞাসা করছেন কে গাছ কাটার নির্দেশ দিয়েছে উত্তরে যারা গাছ কাটছিলেন তারা বলেন চেয়ারম্যানের নির্দেশে গাছ কাটা হচ্ছে। এরপরেই স্থানীয় বাসিন্দারা গাছ কাটার লিখিত অর্ডার দেখতে চায়। সে অর্ডার অবশ্য তারা দেখাতে পারিনি। এরপরেই স্থানীয় বাসিন্দারা গাছ কাটা বন্ধ করে দেন। সামাজিক মাধ্যমে এই গাছ কাটা নিয়ে তীব্র কটাক্ষ শুরু হয়েছে গোটা অশোকনগর জুড়ে। যদিও অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকারের দাবি গাছটির কারণে স্থানীয় বাসিন্দাদের অসুবিধা হচ্ছিল সেজন্যই ডালপালা ছাটার কথা বলা হয়েছিল। তবে গাছ যদি বেশি পরিমাণে কাটা হয় তা ঠিক হয়নি।
এভাবে গাছ কাটা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি অশোকনগরের বিজেপির প্রবীণ নেতা পার্থপ্রতিম চক্রবর্তীর অভিযোগ সামনে একুশে জুলাই আসছে। প্রচুর বাস নিয়ে কলকাতায় ময়দান ভরাতে হবে। সে কারণেই পৌরপ্রধান বাসের টাকা তোলার জন্যই গাছ কেটে বিক্রি করে দিচ্ছেন।
বিজেপির কটাক্ষের উত্তর দিয়ে চেয়ারম্যান জানিয়েছেন তার ওয়ার্ড থেকে মাত্র একটি বাস যাচ্ছে সে টাকা তিনি নিজের থেকে দিচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই বড় গাছটি নিয়ে তাদের কোনরকম অসুবিধা হচ্ছে না। সামনে ইলেকট্রিক তার আছে সেজন্য সামান্য ডালপালা ছেঁটে দিলেই চলতো। কিন্তু যেভাবে গাছের বড় বড় ডাল কাটা হয়েছে তাতে অচিরেই গাছটি মারা যাবে। আর শুধু এই গাছটিও নয় পার্কের মধ্যে আরও কয়েকটি গাছ কেটে বিক্রি করা হয়েছে বলে তাদের অভিযোগ। সমস্ত ঘটনাটি জানিয়ে তারা গ্রীন ট্রাইব্যুনালে দ্বারস্থ হবেন।
স্থানীয় বাসিন্দা এক শিক্ষক জানান তিনি প্রথম দেখতে পান গাছটিকে নৃশংসভাবে কাটা হচ্ছে। তিনি বাধা দেন। সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় গাছ কাটার সেই দৃশ্য।
সব মিলিয়ে একুশে জুলাই এর আগে এই গাছ কাটা ঘিরে এখন অশোকনগর জুড়ে শুরু হয়েছে জোর রাজনীতি বিতর্ক।