বিএলও রা শুধরে যান না হলে অ্যাকশন হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার মুখে পড়তে হচ্ছে বিএলও দের। এমনকি বিএলএ দের মারধোর হুমকির ঘটনা ও সামনে আসছে। এই আবহেই কাকিনাড়ায় গঙ্গা আরতিতে অংশ নিয়ে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাকিনাড়া গঙ্গারতী সেবা সমিতির উদ্যোগে প্রতি বছরই কাকিনাড়া গঙ্গার ঘাটে দেব দীপাবলীর দিন গঙ্গা আরতির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, আইনজীবী নেতা কৌস্তব বাগচী, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে জেলা সভাপতি তাপস ঘোষ ও অন্যান্যরা। সেখানেই গঙ্গার পাড়ে বসে বেশ কিছুক্ষণ আরতীতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে বিএলও দের উপর চাপ সৃষ্টি করছে তৃণমূলের জেহাদীরা। কেউ ভয়ে আবার কেউ রাজনৈতিক অনুমতি যদি করে থাকেন তাহলে ভুল করছেন। বিহারে অনেক বিএল ও রা জেলে গেছেন। শুধরে যান না হলে পরিস্থিতি খারাপ হবে। আগামীকালই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ পদাধিকারীরা। সেখানেই আমরা অভিযোগ জানাবো।