বিশ্বজিৎ দে
টেংরা কান্ডের কার্যত পুনরাবৃত্তি.. দেনার দায় আত্মহত্যার পথ বেছে নিল একই পরিবারের তিনজন.. রাজারহাট নারায়ণ পুরের দেবী পার্কের ঘটনা.. একই পরিবারের তিনজন একসঙ্গে ৪০ টা প্রেসার এবং ঘুমের ওষুধ খান.. ঘটনাস্থলেই মৃত্যু হয় পরিবারের দুই মহিলার এবং পরিবারের পুরুষ সদস্য সঞ্জয় দে ইতিমধ্যে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন।। শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ছিল সঞ্জয় দে।।। সেখানেই তার প্রচুর পরিমাণে দেনা হয়েছিল বলে পুলিশকে জানিয়েছে সঞ্জয়।। প্রায় ৯ মাস ধরে ভাড়া থাকতেন এই এলাকায়।। অন্যান্য ভাড়াটিয়া বা এলাকাবাসীর সঙ্গে খুব বেশি মিসতেন না।।।। গত সপ্তাহের শুক্রবার বাড়িতে তাদের ঝামেলা হয়।। বাড়ির পরিচালিকাকে বলেছিলেন সোমবার থেকে বাড়িতে থাকবেন না।। ৩-৪ দিন ঘর থেকে বেরোইনি তারা, হঠাৎই গতকাল প্রতিবেশীরা ফ্যানের আবার জলের আওয়াজ শুনতে পান।। তারপরে তাদের যখন ডাকা হয় কোন সাড়াশব্দ না পেয়ে বাড়িওয়ালাকে খবর দেয় অন্য ভাড়াটিয়ারা।। খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে দরজা ভেঙে তাদের উদ্ধার করে।।দেনার দায় আত্মহত্যা নাকি এর পেছনে আছে অন্য কোন রহস্য, ঘটনার তদন্ত করছে স্থানীয় থানার পুলিশ।।