বিশ্বজিৎ দে: মালদহে এসটিএফ-এর বড় সাফল্য, উদ্ধার একুশ লক্ষ টাকার জাল নোট
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (STF) মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকার পিটিএস মোড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ভারতীয় নোট উদ্ধার করল। ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে এসটিএফ।অভিযানে ধৃতদের নাম হাজরাত বেলাল ওরফে মাসুদ (২৪) ও তরিকুল ইসলাম (২৫)। দু’জনের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর ও কালিয়াচক থানা এলাকায়। তারা ফারাক্কা-গামী ১২ নম্বর জাতীয় সড়কের ধারে ঘোরাঘুরি করছিল। তাদের তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ ভর্তি জাল নোট উদ্ধার হয়। মোট ২০ লক্ষ ৮৭ হাজার টাকা মূল্যের জাল নোট বাজেয়াপ্ত করেছে এসটিএফ।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সবকটি নোটই ৫০০ টাকার, মোট সংখ্যা ৪১৭৪টি। প্রাথমিক জেরায় ধৃতরা স্বীকার করেছে, এই জাল নোট বাংলাদেশ থেকে আনা হয়েছে।ঘটনায় বৈষ্ণবনগর থানায় ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।