AMAR BANGLA NEWS

পানিহাটি আগরপাড়া চার নম্বর মহাজাতির পর আবারো এন আর সি ঘটনার জন্য মৃ*ত্যু হল ব্যারাকপুরে

পানিহাটি আগরপাড়া চার নম্বর মহাজাতির পর আবারো এন আর সি ঘটনার জন্য মৃ*ত্যু হল ব্যারাকপুর মহকুমা দ্বিতীয় ঘটনা এন আর...

পানিহাটি আগরপাড়া চার নম্বর মহাজাতির পর আবারো এন আর সি ঘটনার জন্য মৃ*ত্যু হল ব্যারাকপুর মহকুমা দ্বিতীয় ঘটনা এন আর সি আতঙ্কে মৃত্যু হল বারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোড মনসা মন্দির বাসিন্দা, কাকলি সরকার বয়স ৩৩ বছর দু সন্তানের মা। ১৫ বছর আগে বাংলাদেশের নবাবগঞ্জ ঢাকার থেকে বিয়ে হয়ে ভারতে আসেন সবুজ সরকারের সাথে । এস আই আর চালু হওয়ার পর থেকেই সমস্ত পরিবার আতঙ্কে ছিলেন হয়তো তাদের বাংলাদেশ ফিরে যেতে হবে। বেশ কিছুদিন ধরে তিনি দাবি তুলেছিলেন তাকে বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার স্বামী সবুজ বলেছিলেন এসব ঝামেলা মিটে যাক পরে নিয়ে যাব। কিন্তু সে কথা শুনেনি কাকলি। গতকাল রাতে নিজের ঘরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। স্বামী সবুজ সরকার, শশুর সুরেশ সরকার, শান্তি সরকার ভাসুর কে পুলিশ গ্রেফতার করেছে।