শুভজিৎ সরকার ,
নদিয়া , উত্তর ২৪ পরগনার মধ্যে দিয়ে বয়ে গেছে ইছামতি নদী , দীর্ঘদিন ধরে এই নদী সংস্কার না হওয়ার ফলে প্রতিবছর নদী ছাপিয়ে জল প্রবেশ করে গ্রামে গ্রামে । প্রতিবছরই ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে । নদী সংস্কারের দাবিতে নদিয়া এবং উত্তর ২৪ পরগনার নদী পাড়ের বাসিন্দাদের নিয়ে তৈরি হয়েছে ইছামতি বাচাও জনগণ বাঁচাও কমিটি । তাদের উদ্যোগে বনগাঁতে ইছামতি নদীর কচুরিপানা পরিষ্কার করে প্রতিকী সংস্কার করা হলো। সংগঠনের কর্তাদের দাবি দিল্লি সরকারের নজরে আনবার জন্য তারা নদী পাড়ের বাসিন্দাদের নিয়ে এই সংগঠন তৈরি করেছে এবং সংস্কার করা হচ্ছে । আগামী দিনে যাতে ইছামতি সংস্কার করা হয় সেই ব্যবস্থা গ্রহণের জন্যে দৃষ্টি আকর্ষণ করতে তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের কর্তা নিরাপদ সরদার ।
নিরাপদ সরদার ( ইছামতি বাঁচাও জনগণ বাঁচাও কমিটির আহবায়ক )