AMAR BANGLA NEWS

খড়গপুর লাইনে চলবে কাজ! পুরী স্পেশ্যাল সহ কোন দিন কোন ট্রেন বাতিল? রইল লিস্ট

আগামী সপ্তাহেই দক্ষিণপূর্ব রেলের খড়গপুর ডিভিশনের খড়গপুর-বালেশ্বর লাইনে উন্নয়নমূলক কাজ চলবে। আর সেই কারণেই ১০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত,...

আগামী সপ্তাহেই দক্ষিণপূর্ব রেলের খড়গপুর ডিভিশনের খড়গপুর-বালেশ্বর লাইনে উন্নয়নমূলক কাজ চলবে। আর সেই কারণেই ১০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত, ওই লাইনে বেশ কিছু ট্রেন থাকবে বাতিল। বাতিলের লিস্টে যেমন এক্সপ্রেস ট্রেন রয়েছে, তেমনই রয়েছে প্যাসেঞ্জার ট্রেনও। ফলত, শালিমার, সাঁতরাগাছি থেকে পুরীগামী একাধিক ট্রেনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হতে পারে। ট্রেন বাতিল সম্পর্কে বৃহস্পতিবারই দুপুরে খড়গপুর ডিভিশনের তরফে একটি প্রেস বিবৃতি জারি করা হয়েছে।

রেলের তরফে জারি করা ওই প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ১০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত খড়গপুর-বালেশ্বর লাইনে যে সমস্ত ট্রেন বাতিল রয়েছে তার মধ্যে রয়েছে বালেশ্বর-ভদ্রক- বালেশ্বর (৬৮০৫১/৬৮০৫২)। এছাড়াও তালিকায় রয়েছে, ০২৮৩৭ সাঁতরাগাছি-পুরী স্পেশ্যাল ট্রেন, উল্লেখ্য, এই ট্রেন কেবল ১১ জুলাই থেকে ১৮ জুলাই বাতিল রয়েছে। এছাড়াও ১২ জুলাই আর ১৯ জুলাই চলবে না ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশ্যাল ট্রেন।

এছাড়াও ১৩ জুলাই ও ২০ জুলাই চলবে না ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশ্যাল ট্রেন। ০২৮৪০ পুরী-শালিমার স্পেশ্যাল ট্রেন বাতিল রয়েছে ১৪ জুলাই ও ২১ জুলাই। ১৮০৩৭ খড়পুর-জাজপুর কেওঞ্ঝর রোড এক্সপ্রেস ট্রেন বাতিল রয়েছে ২০ ও ২১ জুলাই।

এছাড়াও খড়গপুর-ভদ্রক-খড়গপুর মেমু প্যাসেঞ্জার ট্রেন ( ৬৮০৪৯/৬৮০৫০)র যাত্রা পথ ছোট করা হয়েছে। এই ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে ১০ ও ২২ জুলাই।ট্রেনটি ১৩ দিন খড়গপুরের জায়গায় ছাড়বে বালেশ্বর থেকে। অন্যদিকে, ভদ্রক থেকে ছেড়ে এসে আবার বালেশ্বরেই থামবে। (প্রতীকী ছবি)