মমতার ছবি তে কপালে সিন্দুর শিউলি পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য
বারাকপুরে শিউলি পঞ্চায়েত এলাকায় কাঠালিয়ার মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ ভোট রক্ষা শিবির করা হয়েছিল। বেশ কিছুদিন ধরে এই শিবির চলছে, বুধবার মাঝ রাতে কেউবা কারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগানো ব্যানারে মুখ্যমন্ত্রীর কপালে সিঁদুর পরিয়ে দেয়। ক্যাম্পের লাগানো ত্রিপল পেছন দিক থেকে ছিঁড়ে দেওয়া হয়। আর এই নিয়ে তৈরি হয়েছে এলাকায় উত্তেজনা তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনা ঘটিয়েছে কারণ মানুষ এই শিবিরে এসে তাদের এস আই আর ফরম ফিলাপ করছে। এটা তাদের সহ্য হচ্ছে না আর সেই কারণেই এরকম একটি কুরুচিকর ঘটনা ঘটিয়েছে। মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ এলাকার সিসি টিভি ফুটেজ খুটিয়ে দেখছে। তৃণমূল কর্মী সমর্থকদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। অপরদিকে এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে বিজেপি বিজেপির মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বলেন বিজেপির কাছে এসব করার মতো সময় নেই। এস আই আর এ মানুষকে সাহায্য করার চেষ্টা করছে বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেস এস আই আর শুরু হওয়ার আগে থেকেই এর বাধা সৃষ্টি করে আসছিল। বিষয়টা পুলিশ খুঁজে দেখুন কে করেছে বিজেপির ঘাড়ে বন্দুক রাখার প্রয়োজন নেই।