বিশ্বজিৎ দে: প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়ে আ*ত্ম*ঘা*তী নাবালিকা
প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার জন্য নাবালিকা প্রেমিকাকে শাস্তি দিল প্রেমিকের বাবা, মা, দিদিসহ প্রেমিক তুষার দাস ওরফে বিদ্যুৎ দাস। প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে ঐ নাবালিকাকে তার প্রেমিক ফোনে বা রাস্তাঘাটে উত্যক্ত করত। ঘটনাটি ঘটেছে পানিহাটি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের ইন্দিরা নগর এলাকায়। জানা গিয়েছে ওই নাবালিকা এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনার আগে ওই নাবালিকা বাড়িতে একাই ছিল। নাবালিকার মা ও ভাই বাজারে গিয়েছিল এবং তার বাবা ও বাড়ির অন্যান্য সদস্যরাও বাড়ি ছিলেন না আর সেই সময় নাবালিকার প্রেমিক তার পরিবার নিয়ে এসে ওই নাবালিকাকে অকথ্য ভাষায় গা*লি*গা*লা*জ ও মা*র*ধো*র করে। এরপর সেই অপমান সহ্য করতে না পেরে আ*ত্ম*ঘা*তী হয় ওই নাবালিকা। ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এবং দোষীদের শাস্তি দাবী করে ওই নাবালিকার মৃ*ত*দে*হ আটকে বিক্ষোভ দেখান মৃ*তা*র পরিবার ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ এবং সেখানে পরিস্থিতি সামাল দেন ও মৃতদেহ ময়নাতদন্তে পাঠান। এখনো পর্যন্ত অভিযুক্ত তুষার ওরফে বিদ্যুৎ দাস ও তার বাবা মা পলাতক তবে তার দিদি মেঘা দাসকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।