*দশমী থেকে নিখোঁজ, আইটি কর্মীর খোঁজে নিউ টাউনের গেস্ট হাউসে পুলিশ!দরজা ভেঙে উদ্ধার মৃ*তদেহ। পুলিশ সূত্রে খবর, মৃ*ত ওই যুবকের নাম চন্দ্রনাথ মুখোপাধ্যায়৷ পেশায় আইটি কর্মী ৩৪ বছর বয়স।*
দশমীর দিন থেকে নিখোঁজ ছিলেন৷ উত্তর চব্বিশ পরগণার শ্যামনগরের বাসিন্দা যুবকের খোঁজে পুলিশে অভিযোগও জানিয়েছিল পরিবার৷ শেষ পর্যন্ত নিউ টাউনের একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হল নিখোঁজ সেই যুবকের দেহ!পুলিশ সূত্রে খবর, মৃ*ত ওই যুবকের নাম চন্দ্রনাথ মুখোপাধ্যায়৷ পেশায় আইটি কর্মী ৩৪ বছর বয়সি চন্দ্রনাথের পরিবার তাঁর খোঁজে নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে৷ যুবকের খোঁজ করতে গিয়ে তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করে পুলিশ৷মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই শনিবার সন্ধ্যায় নিউ টাউনের গৌরাঙ্গ নগর এলাকার একটি গেস্ট হাউসে পৌঁছয় পুলিশ৷ গেস্ট হাউসের যে ঘরে ওই যুবক ছিলেন, তার বাইরে যেতেই দুর্গন্ধ পান পুলিশকর্মীরা৷ এর পরই ঘরের দরজা ভাঙার সিদ্ধান্ত নেয় পুলিশ।দরজা ভাঙতে দেখা যায় ঘরের ভিতরে ওই যুবকের মৃ*তদেহ পড়ে রয়েছে৷ মৃ*তদেহের পাশে একাধিক ঘুমের ওষুধের শিশিও পড়ে থাকতে দেখা যায়৷ মৃ*তদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই যুবক৷ কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ৷
গোটা ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে। এ বিষয়ে পরিবারের তরফ থেকেও জানানো হচ্ছে পুলিশ তদন্ত করে সত্য উদঘাটিত হোক। তার পাশাপাশি স্থানীয় কাউন্সিলর এই ঘটনার জন্য প্রশাসনের উপরে আস্থা রাখছেন।