AMAR BANGLA NEWS

ফের ভারত-বাংলাদেশ মাদক পাচারকারী দের বিএসএফ এর উপর হামলা ।।

  শুভজিৎ সরকার, ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক পাচাকারী দের বিএসএফের উপরে হামলা। আহত বিএসএফের এক জওয়ান। মাদক পাচারের ঘটনায় গ্রেফতার দুই...

 

শুভজিৎ সরকার,

ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক পাচাকারী দের বিএসএফের উপরে হামলা। আহত বিএসএফের এক জওয়ান। মাদক পাচারের ঘটনায় গ্রেফতার দুই মাদক পাচারকারী। ঘাটিনটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তে। মাদক পাচারকারীরা হঠাৎ করে হামলা চালায় বিএসএফের উপরে। যার জবাবে ১৪৩ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা পাল্টা ধাওয়া দিয়ে দুজন মাদক পাচারকারীদের কে গ্রেফতার করতে সক্ষম হয়। নিজেদের আত্মরক্ষায় বিএসএফের পক্ষ থেকে প্লাটা ফায়ারিং করা হয়। তার পরেই দুজন পাচারকারী কে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজা, ১০০ বোতল ফেন্সিডিল এবং একটা অস্ত্র উদ্ধার করল বিএসএফ। তবে পাচারকারীদের সঙ্গে সংঘর্ষ ধরলোর অস্ত্র দ্বারা আহত হন এক বিএসএফ জওয়ান। তার বা হাতে আঘাত পেয়েছেন তিনি। সূত্রের খবর গতকাল রাত প্রায় ১:৫০ নাগাদ দ্বিতীয় পালি চেক পোস্টে কর্তব্য পালন করছিলেন বিএসএফ জওয়ানরা। সেই সময় দেখা যায় ৩ থেকে ৪ জন সন্ধভাজন ব্যক্তিরা ব্যাকলোড করে আন্তর্জাতিক সীমান্তে দিকে এগোচ্ছিলেন। তাৎক্ষণিক বিএসএফ জওয়ানরা তাদের কে থামতে বলেন। কিন্তু সেই পাচারকারীরা না দাড়িয়ে পাথর বৃষ্টি করে এবং অভদ্র ভাষায় গালিগালজ শুরু করে দেয়। টর্চ লাইট জ্বালিয়ে পালানোর চেষ্টা করে আক্রমণ করে। পরিস্থিতি বুঝে প্রথম পাচারকারী দের সতর্ক করে হাওয়ায় ফায়ারিং করে। তার পরে ও না মানায় পাল্টা তাদের হাতে আত্মরক্ষার জন্য ফায়ার করা হয়। তারা হচ্ছে এসে একজন বিএসএফের জওয়ান কে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তার পরেই অন্য জওয়ানরা চালানোর চেষ্টা করা পাচারকারী দের পালানোর চেষ্টা ব্যর্থ করে দুজন মাদক পাচারকারী দের আটক করে গ্রেফতার করে বিএসএফের ১৪৩ ব্যাটালিয়ন। তাদের কাছে বিপুল পরিমানে মাদক সামগ্রী গাঁজা সহ ফেনসিডিল উদ্ধার করে বিএসএফ। ভারত – বাংলাদেশ সীমানায় বাংলাদেশ থেকে প্রবেশকারীরা ও দুষ্কৃতীর চক্র বাড়ছে। যার ফলে বারবার বিএসএফের পক্ষ বিজিবি সঙ্গে একাধিক বার ফ্ল্যাগ মিটিং করে তাদের কে সচেতন করা হয়েছে বিকিএসএফের পক্ষ থেকে। বিএসএফ দেশের সুরক্ষার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাই যে কোনো ক্ষেত্রে নিজের আত্মরক্ষার জন্য প্রস্তুত ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রুখতে তৎপর বিএসএফ জওয়ানরা।