AMAR BANGLA NEWS

হিঙ্গলগঞ্জের গৌড়েশ্বর নদীবাধে ফাটল ২০০ ফুট,আতঙ্কে এলাকাবাসী দ্রুত বাঁধ মেরামতের দাবি

হিঙ্গলগঞ্জের গৌড়েশ্বর নদীবাধে ফাটল ২০০ ফুট,আতঙ্কে এলাকাবাসী দ্রুত বাঁধ মেরামতের দাবি। হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের এ হলদা বাঁশতলা এলাকার...

হিঙ্গলগঞ্জের গৌড়েশ্বর নদীবাধে ফাটল ২০০ ফুট,আতঙ্কে এলাকাবাসী দ্রুত বাঁধ মেরামতের দাবি।

হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের এ হলদা বাঁশতলা এলাকার গৌড়েশ্বর নদীবাধে ফাটল

আতঙ্কিত এলাকার মানুষ কোথায় ঘোগা দিয়ে জল ঢুকতে শুরু করেছে চাষের জমিতে একাধিক জায়গা থেকে চাষের জমির নোনা জলে ক্ষতির আশঙ্কা করছেন কৃষককের গৌড়েশ্বর নদীতে ফাটল 200 ফুট ফাটোল এলাকার সাধারণ মানুষের দাবি দ্রুত এই নদীর বাঁধ সারাই করা হোক। এ বিষায়ে হিঙ্গলগঞ্জের বন ও ভূমির কর্মদক্ষ সুরজিৎ বর্মন তিনি বলেন আমরা ইরিগেশন দপ্তরের কাছে জানানো হয়েছে ইরিগেশন দপ্তর এ বিষয়ে দেখছে রূপোমারি গ্রাম পঞ্চায়েতের হালদার মোড়ে যে ঘোগা তৈরি হয়েছে সেটা দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে এবং ইরিগেশন দপ্তরে কে জানানো হয়েছে। তিন থেকে চার বছর ধরে কেন্দ্র সরকারের বঞ্চনার কারণে আমরা মেরামতির কাজ করতে পারছি না হলে আমরা পঞ্চায়েত গত ভাবে মেরামত করতাম আমরা ইরিগেশন দপ্তরে কাছে জানিয়েছি দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে তা নিয়ে কোন সমস্যা নেই। পাল্টা হিঙ্গলগঞ্জের বিধানসভা কমিটির বিজেপির কনভেনার অভিজিৎ দাস তিনি বলেন কেন্দ্র সরকার নদীবাদের জন্য দেয় কংক্রিটের বাঁধের টাকা দেয় ইরিগেশন দপ্তরকে কিন্তু তারা হিসাব দেয় না তার কারণেই হিসেব দেয় না হিসাব দিলে টাকা পাবে তিনি এও বলেন রূপোমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছাপ্পা দেওয়া প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি এরা টাকা লুটে নিয়েছে তিনি আরো বলেন 26 এর নির্বাচনে মমতার বিসর্জন হবে । দ্রুত সমস্যার সমাধান চাইছেন এলাকাবাসীরা