হালিশহর হুকুম চাঁদ জুটমিলের বিরুদ্ধে গংগা ভরাটের অভিযোগ পোর্ট ট্রাস্ট এর কাছে,তদন্তে এলো পোর্ট ট্রাস্ট, হালিশহর পুরসভা ল্যান্ড ডিমারকেশানের নোটিশ পাঠাচ্ছে দাবি চেয়ারম্যানের,,পালটা মিল কতৃপক্ষের ফোনে জানালেন নিজেদের জায়গাতেই মাল ফেলেছেন,গংগায় আবর্জনা ফেলে থাকলে পুড়িয়ে দেওয়া হবে,বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর গংগা ভরাটের অভিযোগ মিল কতৃপক্ষের বিরুদ্ধে
হালিশহর হুকুম চাঁদ জুটমিলের জেটি ঘাট সংলগ্ন এলাকায় ইমারত ভাংগা রাবিশ এবং ময়লা আবর্জনা দিয়ে গংগা ভরাটের অভিযোগ উঠলো জুটমিলের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গংগায় ময়লা আবর্জনা ফেলায় তাদের চর্মরোগে ভুগছেন।
তবে জুটমিলের মজদুর ইউনিয়নের পক্ষ থেকে পোর্ট ট্রাস্ট কে অভিযোগ জানানোর পর,পোর্ট ট্রাস্টের পক্ষ থেকে সরজমিনে ঘটনাস্থলে এসে তদন্ত করে গেলেন।যদি এই নিয়ে ক্যামেরায় মুখ খুলতে চান নি তারা
প্রাক্তন সাংসদ অরজুন সিং এর অভিযোগ তৃনমুলের আমলে পুকুর ভরাটের পাশাপাশি এবার গংগা ভরাট শুর হয়েছে।গংগা ভরাট করে জমি দখল হচ্ছে আবার কোথাও বিল্ডিং তৈরি করে ফেলছে।
তবে হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভংকর ঘোষ জানান, হুকুম চাঁদ জুটমিল কতৃপক্ষ কে নোটিশ দেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে।তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে এছাড়াও ল্যান্ড ডিমার্কেশানের চিঠি পাঠানো হচ্ছে
তবে মিল কতৃপক্ষ এই ব্যাপারে মুখ খুলতে নারাজ।তারা TV9 কে ফোনে জানিয়েছেন তারা তাদের জায়গাতেই মাল ফেলেছেন!! যদি আবর্জনা ফেলে থাকেন তবে তা
পুড়িয়ে দেওয়া হবে!!