AMAR BANGLA NEWS

দমকল বিভাগের ২০১৯ সালের জারি বিজ্ঞপ্তি অনুযায়ী ফানুশের উপরে নিষেধাজ্ঞা জারি করে হল বলে জানালেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা

দমকল বিভাগের ২০১৯ সালের জারি বিজ্ঞপ্তি অনুযায়ী ফানুশের উপরে নিষেধাজ্ঞা জারি করে হল বলে জানালেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।...

দমকল বিভাগের ২০১৯ সালের জারি বিজ্ঞপ্তি অনুযায়ী ফানুশের উপরে নিষেধাজ্ঞা জারি করে হল বলে জানালেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত আসন্ন কালী পুজো ও দীপাবলি উৎসবে কে কেন্দ্র করে কালীপুজো কমিটি এবং সমস্ত থানার ওসি এবং অ্যাডিশনাল ওসি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক দের সঙ্গে সমন্বয় বৈঠক করলেন মনোজ ভার্মা। প্রসঙ্গত কলকাতায় প্রায় ৩৫০০ বেশি কালী পুজো কমিটি রয়েছে। এদিন কলকাতার বড় বড় কালী পুজো কমিটির উদ্যোক্তা দের সঙ্গে পর্যালোচনা বৈঠক করে কালীপুজো এবং দীপাবলীর নিয়ে গাইডলাইন বেঁধে দিলেন নগরপাল। প্রত্যেক বছরের মত নিষিদ্ধ বাজি ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানালেন পুলিশ কমিশনার। তিনি জানান যে বিভিন্ন কালী পুজো কমিটির পক্ষ থেকে ফ্যানুশের উপরে নিষেধাজ্ঞা জারি করার দাবি তুলা হয় বৈঠকে। সেই মত সমস্ত থানা কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন কলকাতা পুলিশের নগরপাল। তিনি জানান যে সমস্ত বড় বড় আবাসনের এবং বহুতল গুলির উপর নজরদারি চলবে। যদি কেউ নিয়মের লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন মনোজ কুমার ভার্মা। অন্যদিকে কলকাতা পুর সভার বোরো চেয়ারম্যান তথা কাউন্সিলর দেবলীনা বিশ্বাস জানান যে কলকাতা পুলিশের নগরপাল শব্দ বাজির ফাটানো এবং ফানুশ ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিয়েছেন। এছাড়া যাতে কালী পুজো এবং দীপাবলি যাতে সঠিক ভাবে নিয়ম মেনে হয় । তার জন্যই সমস্ত কালীপুজো কমিটির কাছে আবেদন জানিয়েছেন বলে জানালেন কলকাতা পুর সভার বোরো চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস। অন্যদিকে বৈঠকে দুর্গাপুজোর মত যাতে কালীপুজোতে ও যাতে কার্নিভাল করা হয়। সেই দাবি জানালেন কালী পুজোর উদ্যোক্তারা। পাশপাশি এদিন দুর্গা পুজোর কমিটির মত বাকি সুযোগ সুবিধা দেওয়ার দাবি ও তুলেন। সমন্বয় বৈঠকে কালীপুজোর উদ্যোক্তা দের পক্ষ থেকে বিদ্যুৎ বিলে ছাড় দেওয়ার দাবি করা হলে। CESC পক্ষ থেকে এই বিষয়ে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করার আশ্বাস দেন CESC কর্তৃপক্ষ বলে জানালেন কালীপুজো কমিটির একজন উদ্যোক্তা। এদিন কলকাতার সমস্ত থানার ওসি থেকে নিয়ে অ্যাডিশনাল ওসি দমকল, CESC, বিপর্যয় মুকাবিলা দফতর, ট্র্যাফিক বিভাগ, রিভার ট্র্যাফিক সহ সমস্ত ডিভিশনের ডিসি থেকে নিয়ে এসি সহ লালবাজারের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা এদিনের কালীপুজো এবং দীপাবলীর সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন ধনধান্য অডিটোরিয়ামে।