AMAR BANGLA NEWS

মুখ্যমন্ত্রীর ঘোষিত কথা অনুযায়ী পূজা মন্ডপ গুলিকে তুলে দেওয়া হলো এক লক্ষ দশ হাজার টাকার চেক

আর ঠিক ১০ দিন বাদে মা আসছেন তার বাপের বাড়িতে এই শারদ উৎসবকে আরো রঙ্গিন করে তুলতে ছোট ছোট পুজো...

আর ঠিক ১০ দিন বাদে মা আসছেন তার বাপের বাড়িতে এই শারদ উৎসবকে আরো রঙ্গিন করে তুলতে ছোট ছোট পুজো বা বড় পুজো কমিটিগুলোকে উৎসাহিত করা এবং অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করা। করোনার সময় এই পুজো কমিটি গুলোর যে অর্থনৈতিক সংকটে পড়ে সেই সংকটের পাশে দাঁড়ানোর জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া শুরু করে সেই অনুদান বাড়তে বাড়তে এবছর এক লক্ষ দশ হাজার টাকা করে পূজা কমিটির হাতে তুলে দেওয়া শুরু করল ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এলাকার সমস্ত পুজো কমিটি গুলিকে নিয়ে সভা করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কামারহাটি নজরুল মঞ্চে আজ সকালের প্রশাসনিক সভা করে পূজা কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়। এবং তার পাশাপাশি এই শারদ উৎসবকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কি কি ভাবে এত মানুষ রাস্তায় নামবেন তাদের নিরাপত্তা এবং রাস্তায় গাড়ি চলাচল থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা যাতে সচল রাখা যায় এই সর্বত্র বিষয়গুলো পুজো কমিটির সামনে তুলে ধরা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে।এই প্রশাসনিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায় ব্যারাকপুর পুলিশ কমিশনার ব্যারাকপুর এসডিও সৌরভ বারিক এ ছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা সংগীত শিল্পী অদিতি মুন্সি, বড়ানগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা চলচ্চিত্র শিল্পী সায়ন্তিকা ব্যানার্জি কামারহাটি বিধানসভা কেন্দ্রে বিধায়ক মদন মিত্র কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা। বরাহনগর পৌরসভার পৌর প্রধান অপর্না মৌলিক সহ ডিসি সাউথ এসপি সমস্ত থানার আধিকারিকেরা সহ ফায়ার ব্রিগেড আধিকারিকেরা এবং সমস্ত পুজো কমিটির উদ্যোক্তারা।সৌগত রায় এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার প্রদীপ জ্বালিয়ে আজকের অনুষ্ঠানের সূচনা করেন।