AMAR BANGLA NEWS

সাইবার প্রতারণা

আবারো বড়সড়ো সাফল্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগের। এস বি আই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের ছদ্মবেশে থাকা সাইবার অপরাধীদের অজানা নম্বর...

আবারো বড়সড়ো সাফল্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগের।

এস বি আই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের ছদ্মবেশে থাকা সাইবার অপরাধীদের অজানা নম্বর থেকে কল পেয়ে শ্যামনগরের মনোহর তেজ সোনেং নিজের ব্যাংক অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে ছিলেন।তারপরেই সাইবার অপরাধীরা তার অ্যাকাউন্ট থেকে 4,58,999/- টাকা তুলেও নেয়।এরপরই মনোহর তেজ সোনেংয়ের অভিযোগের ভিত্তিতে বাসুদেবপুর থানা মামলা দায়ের করে তদন্তে নেমে 1,24,424 টাকা সাইবার অপরাধীদের কাছ থেকে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে মনোহর বাবুকে।সাইবার ক্রাইমের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা সবং থেকে সবুজ ভূঁইয়াকে ও পটাশপুর থেকে সুরজিৎ জানাকে গ্রেপ্তার করেছে। দুজনকে আদালতে পাঠিয়ে 6 দিনের পুলিশ হেফাজতে নিয়েছে।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগ বিশেষ অনুরোধ করে সাধারণ মানুষকে জানান,
জনসাধারণকে বারংবার সচেতন করতে চাইছি, তারা যেন ব্যাংকের নামে আসা ফোন কলে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোন তথ্য বা ওটিপি শেয়ার না করেন।