ব্যারাকপুর পুলিশ কমিশনারের সাইবার ক্রাইম বিভাগের বড়সড় সাফল্য
দিন দিন দেশজুড়ে বাড়ছে সাইবার প্রতারণার মাত্রা। সাইবার প্রতারণার ছক বানচাল করতে কোমর বেঁধে নেমেছে এই ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিশেষ গোয়েন্দা টিম। বিশেষ সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইমের বিশেষ দল হানা দেয় মোহনপুর থানার অন্তর্গত রয়্যাল পার্ক এলাকায়। এখানেই একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতেন আট জন। তাদের মধ্যে পাঁচ জন ঝাড়খণ্ডের ও তিনজন বিহারের বাসিন্দা। তাদের আটক করেই গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা ৩১টি স্মার্টফোন, ৮ টি ল্যাপটপ, ২ লক্ষ ৩৮ হাজার টাকা নগদ, এছাড়াও একাধিক ব্যাংকের পাস বই, একাধিক এটিএম কার্ড ও একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারের ডিসি ডিডি চারু শর্মা সাংবাদিক বৈঠক করে জানান, অনেকদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল এটি বড়সড়ো সাইবার প্রতারণা চক্রের। সেই তদন্তএ নেমে পুলিশ এই বিপুল সংখ্যক প্রতারণার সামগ্রী উদ্ধার করে। তিনি এও জানান, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে এটি আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের একটি রূপ। আটজন গ্রেপ্তার হওয়ার পর এদের পিছনে কারা রয়েছে সেই বিষয়ে জোর তল্লাশি অভিযান শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা। ডিসিডিডি জানান অভিযুক্তরা হলেন, জিসান রাজিব ওরফে সাগর, শোয়েব আক্তার, গুলাম মহিউদ্দিন, আফজাল রাজা, আমির আলী, এমডি আরস, অয়ন আলী, উরজ সালফি। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(২),(৪),৩১৯(২), ৩১৬(২), ৬১(২), বিএনএস ধারায় মামলা করা হয়েছে। ধৃতদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে মহামান্য বিচারপতি ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।