AMAR BANGLA NEWS

মেঘভা*ঙা বৃষ্টি

ফের মেঘভাঙা বৃষ্টি হিমাচল প্রদেশে। শনিবার ভোরে সে রাজ্যের বিলাসপুর জেলার গুত্রাহান জেলায় অল্প সময়ে অত্যধিক বৃষ্টি হয়। ধ্বংসস্তূপে চাপা...

ফের মেঘভাঙা বৃষ্টি হিমাচল প্রদেশে। শনিবার ভোরে সে রাজ্যের বিলাসপুর জেলার গুত্রাহান জেলায় অল্প সময়ে অত্যধিক বৃষ্টি হয়। ধ্বংসস্তূপে চাপা পড়ে দাঁড়িয়ে থাকা বহু গাড়ি। কাদাস্রোত বয় কৃষিজমির উপর দিয়ে। এই দুর্যোগে এখনও কোনও প্রাণহানির খবর না-মিললেও বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সংবাদ মাধ্যমে খবর মেঘভাঙা বৃষ্টির পরেই জলের প্রবল স্রোতে রাস্তা এবং বাড়িঘরের একাংশ ভেঙে যায়। কাদার স্রোত ভাসিয়ে দেয় আশপাশের কৃষিজমিগুলিকে। শনিবার এবং রবিবার হিমাচলের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে আগেই সতর্ক করেছিল আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে শুক্রবার রাতেই হিমাচলের উপর দিয়ে যাওয়া অটারি-লেহ্ জাতীয় সড়ক, অমৃতসর-ভোটা রোড-সহ মোট তিনটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়।