AMAR BANGLA NEWS

আবারো জল সীমান্ত পার করে ভারতে ঢুকে গ্রেপ্তার এক বাংলাদেশি মহিলা ও একজন পাচারকারী

বিশ্বজিৎ দে: আবারো জল সীমান্ত পার করে ভারতে ঢুকে গ্রেপ্তার এক বাংলাদেশি মহিলা ও একজন পাচারকারী, সাথে জল সীমান্ত পার...

বিশ্বজিৎ দে: আবারো জল সীমান্ত পার করে ভারতে ঢুকে গ্রেপ্তার এক বাংলাদেশি মহিলা ও একজন পাচারকারী, সাথে জল সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার সময় গ্রেফতার এক ভারতীয় মহিলা*

গতকাল গভীর রাতে হিঙ্গলগঞ্জের ভারত বাংলাদেশের জল সীমান্ত কালিন্দী নদী পার হয়ে এক বাংলাদেশি মহিলা ও এক পাচারকারী পঞ্চপল্লী এলাকায় ওঠে । সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাংলাদেশি মহিলা ও পাচারকারীকে গ্রেফতার করে । পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে ওই পঞ্চপল্লী এলাকা থেকেই আরো এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ । যে মহিলাকে ওই পাচারকারী নদী পার করে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য ওখানে অপেক্ষা করতে বলেছিল।

তিনজনকেই আজ বসিরহাট মহাকুম আদলাতে তোলা হবে ।