*আজ ২২/০৯/২৫ এ আই ইউ টি ইউ সি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে দার্জিলিং জেলার অন্তর্গত পাহাড়ের ৫টি ব্লক পুল বিজনবাড়ি, সুখিয়াপুকুরি, মিরিক, কার্শিয়াং, রংলি রংলিয়ত (RR) থেকে ১ হাজারের বেশি কর্মী সমস্ত ব্লক থেকে বিভিন্ন দাবিতে দার্জিলিং স্টেশন থেকে মিছিল করে সি এম ও এইচ কে ডেপুটেশনে শামিল হয়। মাসের পর মাস বেতন ভাতা বাকি, কর্মক্ষেত্রে চূড়ান্ত হয়রানি, একই সাথে অতিরিক্ত কাজ চাপানো, পাহাড়ি রাস্তা ভেঙ্গে ব্যয় বহুল যাতায়াত যা আশা কর্মীদের মধ্যে চূড়ান্ত ক্ষোভের সৃষ্টি হয়। তার উপর CMOH এই ডেপুটেশনে উপস্থিত না থাকার কারনে এই ক্ষোভ আরো ফেটে পড়ে। দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র চকবাজার অবরোধ করে স্লোগান দিতে থাকে। ডি পি এইচ এন,ডেপুটি থ্রি, ডেপুটি ওয়ান, ডি পি সি সকলের উপস্থিতিতে কর্মীরা লিখিত জানিয়ে দিয়েছে আগামী কাল থেকেই পাহাড়ের ৫ টি ব্লক কাজ বন্ধ করছে। CMOH স্যার ইউনিয়নের সাথে না বসা পর্যন্ত কেউ কাজে জয়েন করবে না*। *কর্মীদের ন্যায় সংগত দাবি না মানলে এই আন্দোলন আরো তীব্র আকার নেবে। এই কর্মসূচিতে বিভিন্ন ব্লক থেকে নেতৃত্ব দেন ওম রাই, সুজাতা খাওয়াস, মমতা রাই, দিলু গুরুং ও সত্তা গোলে। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন, দার্জিলিং জেলা সভাপতি নমিতা চক্রবর্তী এবং এ আই ইউ টি ইউ সির পক্ষে জেলা সম্পাদক জয় লোধ।*
আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে দার্জিলিং জেলায় ডেপুটেশন
*আজ ২২/০৯/২৫ এ আই ইউ টি ইউ সি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে দার্জিলিং জেলার অন্তর্গত পাহাড়ের ৫টি ব্লক...
