বিশিষ্ট সাহিত্যিক দেবকুমার ঘোষের কাহিনী “নীলাম্বর শিউলি সমাচার” অবলম্বনে কৌশিক ঘোষের ছবি প্রেমবন্ধন
সদ্য শুটিং শেষ হলো
মনস্তাত্বিক ভালোবাসার গল্প চিত্রনাট্য কৌশিক ঘোষের সিনেমাটোগ্রাফার অজয়বর্মন
কৌশিক ঘোষ এই সময়ের স্বল্প দৈর্ঘ্য ছবির ক্ষেত্রে একদম প্রথম সারির পরিচালক তার আগের দুটি ছবি ঋত্বিক ঘটক সিনে অ্যাওয়ার্ড সত্যজিৎ রায় স্মারক সম্মান। গোয়া ইন্টারন্যাশনাল কম্পিটিশন সেরা হয়েছে এহেন একজন প্রতিভাবান পরিচালকের নতুন ছবি নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল রয়েছে মানুষের মনে!ছবিটিতে
অভিনয় করেছেন এই সময়ের শক্তিশালী অভিনেত্রী প্রিয়া এবং কৌশিক ঘোষ ও এছাড়াও প্রদীপ সরকার সজল দাস আরও অনেকে।
ছবিটি আগস্ট মাসে নন্দনে সুতানুটি শর্ট ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হবে।