১৫০ তম বন্দে মাতরাম সার্ধশত বর্ষ অনুষ্ঠানে নৈহাটি বঙ্কিম ভবনে সুকান্ত মজুমদার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ এর গানের লাইন পালটে দেন!! ওনার বড়ো দু:সাহস!
আজ বন্দেমাতরাম সার্ধশত বর্ষ উপলক্ষে নৈহাটি বঙ্কিম ভবনে সকাল থেকেই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বঙ্কিম গবেষণা কেন্দ্রের উদ্যোক্তারা বঙ্কিম ভবনের পাশেই ১৫০ তম বন্দেমাতরম সাধ্য শতবর্ষের বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি অন্যতম নেতা রুদ্রনীল ঘোষ, ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ও অন্যান্যরা। বঙ্কিম গবেষণা কেন্দ্র ও বঙ্কিম ভবন ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী। *অনুষ্ঠান শেষে সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সরকার রাজ্য সংগীত চালু করেছে। কিন্তু কত বড় দুঃসাহস হলে একজন মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া গানের লাইন বদলে দেন। তিনি আশাবাদী পরের বছর সরম্বরে রাজ্যজুড়ে নতুন সরকারে পালন করা হবে বন্দে মাতারাম বিশেষ দিন।