AMAR BANGLA NEWS

বরানগরে কাস্টমার সেজে চোখে লংকার গুড়ো দিয়ে মালিক কে খু*ন করে সোনার গহনা লুঠ করে পালালো ৫ দুস্কৃতি

বরানগরে কাস্টমার সেজে চোখে লংকার গুড়ো দিয়ে মালিক কে খুন করে সোনার গহনা লুঠ করে পালালো ৫ দুস্কৃতি ব্যারাকপুর পুলিশ...

বরানগরে কাস্টমার সেজে চোখে লংকার গুড়ো দিয়ে মালিক কে খুন করে সোনার গহনা লুঠ করে পালালো ৫ দুস্কৃতি

ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা জানান অভিযুক্তরা ৫ জন এসেছিলো।প্রথমে ২ জন কাস্টোমার সেজে দোকানের ভিতর প্রবেশ করেন।তারপর তারা সোনার গহনা দেখাতে বলেন।এরপর দোকানের মালিক শংকর জানা অলংকার দেখাতে শুরু করে। এরপর বাইরে থাকা আরো দুজন দোকানের ভিতর ঢুকে পরে লংকার গুড়ো ছিটিয়ে দেয় শংকর জানার চোখে। এরপর তাকে বেধড়ক মারতে শুরু করে দুস্কৃতিরা। লোহার বস্তু দিয়ে মাথায় বারি মারলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে। শংকর জানা। এরপর তাকে হাত-পা বাধা অবস্থায় ফেলে রেখে চলে যায় দুস্কৃতিরা।এরপর CCTV তে শংকর জানার ছেলে দেখতে পেয়ে বরানগর থানায় খবর দেয়।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

তবে পুলিশ কমিশনার জানিয়েছেন খুব শীঘ্রই তারা খু*নিদের ধরে ফেলবেন।