Sir নিয়ে তৃণমূল নেতা চন্দ্রনাথ সিনহা বলছেন এক কোটি নাম বাদ যাবে।
যেভাবে মুসলিমরা এ রাজ্যে ঢুকেছে সে ক্ষেত্রে মনে করি এক কোটিরও বেশি নাম বাদ চাওয়া উচিত বি এল ওরা ভয় পাচ্ছেন, সেন্ট্রাল ফোর্স ছাড়া তারা কাজ করতে চাইছে না নিরাপত্তা দেওয়া ইলেকশন কমিশনের কাজ সেটা নিয়ে তারা ভাববেন । আমরা তো প্রত্যেকদিন আক্রান্ত হচ্ছি। । খগেন মুরমু যেভাবে রক্তাক্ত গুলো এখনো পর্যন্ত যারা মূল অভিযুক্ত তাদের গ্রেফতার করা হয়নি এমনকি তাদের নামও এফআইআর নেই। নাম দেওয়া হয়েছিল সেগুলো তুলে দেওয়া হয়েছে। আজ হাইকোর্টে আমরা মুভ করছি। যেকোনো সেন্ট্রাল এজেন্সির তদন্তের দাবী করছে। হাইকোর্টে মামলা খগেন মুর্মু নিয়ে যেখানে গেলে ব্যবস্থা নেওয়া হবে সেখানেই যাওয়া হয়েছে। ছাড়াছাড়ির কোন ব্যাপার নেই। বিচার বিভাগীয়ভাবে তদন্ত হবে।যেভাবে মব নিয়ে অ্যাটাক করা হয় সেই জায়গায় দু একজন সেন্ট্রাল ফোর্সের ক্ষেত্রে তাদের আটকানো সম্ভব নয়। কারণ এদের লোকাল পুলিশ সাপোর্ট করছে। পুলিশ সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কোন ব্যবস্থা নেয় না। বারুইপুরে বুলেটপ্রুফ গাড়ি ছিল তাই বেঁচে গিয়ে ছি কিন্তু খগেন মুর্মর কাছে ছিলনাত্রিপুরায় তৃণমূল নিয়ে বলছেন বাংলায় অপবাদে বিজেপি নেতারা আসতে পারেন তার প্রমাণ তো খগেন মুর্মু। এ রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে প্রত্যেকেই মার খায় এমনকি সাংবাদিকরা বাদ পড়ে না। সেখানে কারা সুরক্ষিত। তৃণমূলের ত্রিপুরায় যারা গিয়েছিলেন তাদের সঙ্গে দেখা করেননি রাজ্যপাল কি করতে গিয়েছিলেন তারা। আমরা যখন ভবানী ভবনে গিয়েছিলাম ডিজি থাকা সত্ত্বেও মিট করেন। উনাদের চৌদ্দ পুরুষের কপাল ভালো ডিজি তাদের সঙ্গে কথা বলেছেন। আগরতলায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর আমি এই বিষয়ে জানিনা কারা করেছে কেন করেছে। যেখানে তাদের কোন অস্তিত্ব নেই তা নিয়ে এত ভেবে লাভ নেই। আমি মনে করি এইসব করার কোন দরকার নেই এতে হাত দুর্গন্ধ হয়। কারণ ওখানে ওই দলের কোনো অস্তিত্ব নেই। রাজ্যপালের রিপোর্ট।রাজ্যপাল রিপোর্ট দিয়েছেন ভালো কথা তিনি সাংবিধানিক প্রধান তার এটা দায়িত্ব। কিন্তু আমি বলব বেঙ্গল ওয়ান্ট অ্যাকশন। রাজ্যপালের কাছে একটাই আবেদন এখানে সংবিধান ভেঙে গিয়েছে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে সংসদ মার খাচ্ছে বিধায়ককে মারা হচ্ছে। এবার ব্যবস্থা নেওয়া হোক। আপনি আমার প্রসিডিউরের মেইনটেইন করে ই ব্যবস্থা নিন আমরা রেজাল্ট চাই গোটা বাংলার মানুষ চাই। এবার কোন ইনসিডেন্ট হলে আমরা সাংবিধানিকভাবে স্ট্রং একশন নেব।