ইসিএল দ্বারা নির্মিত শহীদ ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে ক্ষুদিরাম বসুর মাতৃভাষা বাংলা না থাকায় গত ২৯ ই জুলাই বাংলা পক্ষ পান্ডবেশ্বর বিধানসভার পক্ষ থেকে বিক্ষোভ জানিয়ে ডেপুটেশন দেওয়া হয় ঝাঁঝরা এরিয়া ইসিএলের জেনারেল ম্যানেজার কে । ইসিএল কর্তিপক্ষ তাঁদের আশ্বাস দেন ২ দিনের মধ্যে সেখানে বাংলা লেখা হবে বলে ।
আজ ৩১ ই জুলাই বাংলা পক্ষর চাপে ক্ষুদিরাম বসু নামাঙ্কিত ক্রীড়াঙ্গনের প্রবেশ দ্বারে জায়গা পেলো বাংলা ভাষা ।
এছাড়াও বাংলা পক্ষের দাবি ছিলো ঝাঁঝরা ইকো পার্কের উল্টো দিকে অবস্থিত সুভাষচন্দ্র ও রবীন্দ্রনাথের মূর্তির ওপর ঢালাই ছাদন , সেটাও ইসিএল কর্তিপক্ষ ১৫ দিনের মধ্যে কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন
।