AMAR BANGLA NEWS

ব্রাত্য বসুর পাল্টা অর্জুনের বিস্ফোরক মন্তব্য

বিশ্বজিৎ দে:রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ভারতবর্ষকে বাংলাদেশের সাথে তুলনা করায় তাকে বিধানসভায় ফেলে পেটানো উচিত বলে করা হুমকি দিয়েছিলেন ব্যারাকপুরের...

বিশ্বজিৎ দে:রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ভারতবর্ষকে বাংলাদেশের সাথে তুলনা করায় তাকে বিধানসভায় ফেলে পেটানো উচিত বলে করা হুমকি দিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।পাল্টা হিসেবে ব্রাত্য বসু তাকে কটাক্ষ করে বলেন সে বিধানসভায় আসা তো দূরের কথা শুধুমাত্র কাউন্সিলর হয়েই থাকতে পারবে।তারই পাল্টা হিসেবে অর্জুন সিং ফের ব্রাত্য বসুর কে লক্ষ্য করে বলেন আমি চেয়ারম্যান ছিলাম চারবারের বিধায়ক আমার বাবা বিধায়ক আমার ছেলে বিধায়ক। আর ওতো দেশদ্রোহী ও অতি বামপন্থী লোক দয়া ভিক্ষায় চলছে। উনি নাট্য একাডেমীর নাম করে কেন্দ্রীয় সরকারের থেকে টাকা নিয়ে দুর্নীতি করে। শিক্ষামন্ত্রী হয়ে শিক্ষা দপ্তর থেকে টাকা তুলছে।এ ধরনের লোক আমার সাথে কি লড়াই করবে?ওকে 2026 এ বুঝিয়ে দেব।