AMAR BANGLA NEWS

ভাটপাড়া পৌরসভার অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

ভাটপাড়া পৌরসভার অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের ভাটপাড়া : দিনভর বৃষ্টিতে ভাটপাড়া পৌরসভার ৩৫টি ওয়ার্ডের অধিকাংশ এলাকা...

ভাটপাড়া পৌরসভার অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

ভাটপাড়া : দিনভর বৃষ্টিতে ভাটপাড়া পৌরসভার ৩৫টি ওয়ার্ডের অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তার মধ্যে ভাটপাড়া পৌরসভার ৩১ এবং ৩৩ নম্বর ওয়ার্ডের অবস্থা অত্যন্ত খারাপ। এখানকার বাসিন্দাদের ঘরে ঘরে জল ঢুকে পড়েছে রাস্তাঘাট জলমগ্ন। এরই প্রতিবাদে আজ বিকেলে কাঁকিনাড়া পানপুর মোড়ে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘন্টারও বেশি সময় পথ অবরোধ চলার পর ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ এবং ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর পৌঁছে এই সমস্যা খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে আশ্বাস দেওয়ার পর অবরোধ উঠে যায়। কিন্তু দীর্ঘ তিন থেকে চার বছর ধরে এই সমস্যার মুখোমুখি হচ্ছে এখানকার বাসিন্দারা। সে কারণে কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে তার কোন সদুত্তর পাওয়া যায়নি।ফলে সাধারণ মানুষের সমস্যা অব্যাহত।