RSS এর 100 বছর পূর্তি উদযাপন
বারাকপুর নগরের উদ্যোগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তাদের শত বৎসর পালন করল। বারাকপুর ১৫ নম্বর রেলগেটের সামনে থেকে কল্যাণী এক্সপ্রেস ওয়ে পর্যন্ত এক বর্ণনাঢ্য মিছিল অংশ নিল স্বয়ংসেবক সংঘের সদস্যরা। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের এক সদস্য বলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই কর্মসূচি রয়েছে। একশোরও বেশি সেবক সংঘ এই পদযাত্রায় অংশ নেয়। সামাজিক সৎ ভাবনা জাগিয়ে তোলা। গৃহ সম্পর্ক অভিযান।