AMAR BANGLA NEWS

অভয়া কাণ্ডের প্রতিবাদে প্রতিবাদকারী জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের হেয়ার স্ট্রিট থানায় তলব

বিশ্বজিৎ দে:- অভয়া কাণ্ডের প্রতিবাদে প্রতিবাদকারী জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের হেয়ার স্ট্রিট থানায় তলব। সিনিয়র চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, সুবর্ণ গোস্বামী,তমোনাশ...

বিশ্বজিৎ দে:- অভয়া কাণ্ডের প্রতিবাদে প্রতিবাদকারী জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের হেয়ার স্ট্রিট থানায় তলব। সিনিয়র চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, সুবর্ণ গোস্বামী,তমোনাশ চৌধুরী, পূর্ণব্রত গুণ, ও জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো কে সমন পাঠিয়েছে পুলিশ। বারংবার কর্তব্যরত চিকিৎসকদের ডেকে পাঠানোর ঘটনার প্রতিবাদে এদিন থানার সামনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ও অভয়া মঞ্চ। কাদের দাবি এভাবে লাগাতার চিকিৎসকদের ডেকে পাঠানোয় রোগীর পরিষেবা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। সে কারণেই তারা থানার সামনে মেডিকেল ক্যাম্প করে প্রতিবাদ জানায়। এদিন আন্দোলনকারীরা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকে। প্রতিবাদী ডাক্তারদের স্পষ্ট দাবি যতদিন না অভয়া বিচার পাচ্ছে ততদিন এই আন্দোলন জারি থাকবে। একইসঙ্গে তাদের অভিযোগ এই রাজ্যের প্রশাসন অপরাধীদের ধরতে ব্যর্থ। খুন ধর্ষণের মতো ঘটনার প্রতিবাদ করলে প্রতিবাদীদের পুলিশি হেনস্থার শিকার হতে হয়।