AMAR BANGLA NEWS

মধ্যমগ্রামের বিশ্বাসপাড়ায় টানা পঞ্চাশ টির বেশ ঘর এখন তালাবন্দি

মধ্যমগ্রামের বিশ্বাসপাড়ায় টানা পঞ্চাশ টির বেশ ঘর এখন তালাবন্দি। এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই এখানে ‘বাংলাদেশি’ পরিচয়ে আসা কিছু মানুষ...

মধ্যমগ্রামের বিশ্বাসপাড়ায় টানা পঞ্চাশ টির বেশ ঘর এখন তালাবন্দি। এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরেই এখানে ‘বাংলাদেশি’ পরিচয়ে আসা কিছু মানুষ কাগজ কুড়িয়ে লাট করে বিক্রি করতেন। সেখান থেকেই সংসার চালাতেন। কিন্তু SIR (State Identification Register) সংক্রান্ত ঘোষণার পর থেকেই একে একে বেপাত্তা হয়ে যায় সবাই। ভোটার কার্ড আধার কার্ড লক্ষ্মীর ভান্ডার রেশন থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধায় পেতো বলে এলাকার মানুষ জানাচ্ছেন কিন্তু রাতারাতিতে পুরো এলাকা ফাঁকা । একের পর এক বাড়ি তালাবন্দি।স্থানীয়দের কথায়এসআইআর ঘোষণা হতেই রাতারাতি উধাও। কোনও চিহ্ন নেই। এরা ভোটার লিস্টে নাম তুলেছিল, এমনকি লক্ষ্মীর ভান্ডারও পেত। এখন প্রশ্ন—যদি এরা বাংলাদেশি হয়, তাহলে নাম উঠল কীভাবে? কে উঠাল?” কিন্তু একশোর বেশি বাংলাদেশি উধাও এলাকা থেকে একাধিক বাড়িতে তালা দিয়ে পালিয়েছে বলে এলাকার মানুষের অভিযোগ।