১৩ ই সেপ্টেম্বর জগদ্দলে তৃনমুল কর্মি হীরা কুরেশির খু*নের মুল অভিযুক্ত সওকত আলি এখনো অধরা, সেই সওকত আলীর সংগে ভাটপাড়া থানার আই,সি র জন্মদিনের কেক কাটা ছবি ভাইরাল ছবি প্রকাশ করলো প্রাক্তন সাংসদ অর্জুন সিং
জগদ্দলে গতকাল তৃনমুল কর্মি
হীরা কুরেশির খু*নির পচাগলা দেহ ঘিরে রাজনৈতিক তর্জা,অর্জুন সিং আংগুল ভাটপাড়া আই,সি ইর দিকে,মুখে কুলুপ তৃনমুল সভাপতি দেব্জ্যোতি ঘোষ এর
জগদ্দলে রাউতায় ফের পচাগলা মৃ*তদেহ উদ্ধার নিয়ে অর্জুন সিং এর বিস্ফোরক মন্তব্য। অর্জুন সিং এর অভিযোগ মুল অভিযুক্ত সওকত আলি কে ভাটপাড়া থানার পুলিশ এখনো গ্রেফতার করেনি।কারন ভাটপাড়া থানার আই,সি ইর সাথে সওকত আলির ঘনিষ্ঠ সম্পর্ক।একা সাথে ব্যবসা করে আই,সি, অভিযোগ অর্জুন সিং এর।অর্জুনের দাবী সওকত আলি ই হীরা কুরেশি কে খুন করিয়েছে।এরপর প্রমাণ লোপাটের জন্য হীরা কুরেশির খুনি সাহেব কে ও খুন করিয়ে দিয়েছে শওকত আলি।সেই সওকত আলিকে ভাটপাড়া থানার আই,সি জন্মদিনে থানার মধ্যেই কেক কাটার ছবি ভাইরাল। আর সেই ভাইরাল ছবি অর্জুন সিং এর কাছে।তবে ভাটপাড়া তৃনমুল সভাপতি দেব্জ্যোতি ঘোষ এই নিয়ে মুখ খুলতে নারাজ।তিনি জানিয়েছেন পুলিশ তদন্ত করছে।তাই কিছু বলা যাবে না!!