AMAR BANGLA NEWS

গুলশান কলোনি বিজেপি দখল করতে গেছে এ কথা শুনলে ওখানকার রাস্তার কুকুরগুলো হাসবে,বললেন অর্জুন সিং

গুলশান কলোনি বিজেপি দখল করতে গেছে এ কথা শুনলে ওখানকার রাস্তার কুকুরগুলো হাসবে,বললেন অর্জুন সিংমমতা বন্দ্যোপাধ্যায় কি হার মেনে নিয়েছে...

গুলশান কলোনি বিজেপি দখল করতে গেছে এ কথা শুনলে ওখানকার রাস্তার কুকুরগুলো হাসবে,বললেন অর্জুন সিংমমতা বন্দ্যোপাধ্যায় কি হার মেনে নিয়েছে বিজেপির কাছে। গুলশান কলোনিত মিনি পাকিস্তান হয়ে গিয়েছে, মিনি বাংলাদেশ হয়ে গিয়েছে, ওখানে মূলত লড়াই সুশান্ত ঘোষ, আর জাবেদ খানের ছেলের সঙ্গে। সুশান্ত ঘোষের উপরে যারা গুলি চালিয়েছিল তারা বেল পেয়ে গিয়েছে। আজকে। সাক্ষীর অভাবে। পাকিস্তানি ,বাংলাদেশি দের সেফ প্যাসেজ, অন্যান্য দেশ থেকে এসে এইসব জায়গায় আশ্রয় নেয়। ওই অঞ্চলে বিজেপি করিয়েছে এই কথা শুনলে রাস্তার কুকুরগুলো হাসবে। মুখ্যমন্ত্রী কে মারার কথা আমি কোনো খানি বলিনি আমি যেটা বলেছি সেটা হচ্ছে কোন আন্দোলন রক্তক্ষয়ী আন্দোলন ছাড়া হয় না। যখন একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসন জলে তখন রক্তক্ষয়ী আন্দোলন হতেই হয়। মন্তব্য ব্যারাকপুরে প্রাক্তন সংসদ অর্জুন সিং এর।