বরানগরে সোনার কারখানায় ভোর রাতে হামলা দুস্কৃতিদের,আক্রান্ত সোনার দোকানের কর্মচারীরা, গ্রেফতার একজন,আতংকিত স্বর্ন ব্যবসায়ীরা।
ভোর রাতে বরানগর মান্না পাড়ায় সোনার কারখানার দরজা ভেংগে এক দল যুবক এলোপাতাড়ি বাশ-লাঠি,রড দিয়ে মারতে থাকে সোনার কারখানার কর্মচারিদের।এরপর চিতকার চেচামেচি শুনে স্থানিয় বাসিন্দারা ছুটে আসতেই পালিয়ে যায় দুস্কৃতিরা।বরানগর থানার পুলিশ খবর পেয়ে ছুটে আসে ঘটনা স্থলে। এই ঘটনায় পুলিশ একজন কে গ্রেফতার করেছে,বাকিদের খোজে তল্লাশি চালাচ্ছে। তবে এই ঘটনায় আতংকিত এলাকাবাসী এবং ব্যবসায়ীরা ও স্বর্ন ব্যবসায়ীরা।তবে দুস্কৃতিদের এলোপাতাড়ি মারে আহত তিন জন কর্মচারি।
বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির পক্ষ থেকে জানানো হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকেই অত্যন্ত আতঙ্কিত। এরা প্রত্যেকেই প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছেন যাতে পুনরায় এই ধরনের ঘটনা না ঘটে পাশাপাশি যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের অবিলম্বে এরেস্ট করতে হবে। এবং এদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ঘটনা নিয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ বরানগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা কুন্ডু জানান এই ধরনের ঘটনাকে তারা কখনোই প্রশ্রয় দেন না এবং প্রশাসন যাতে যথাযত ব্যবস্থা নেয় তার আবেদন জানাচ্ছেন তিনি। এক কথায় দুষ্কৃতীদের এরকম বাড়াবাড়িতে আতঙ্কিত দোকানের কর্মচারী থেকে শুরু করে মালিক এবং সমস্ত এলাকাবাসী।