বিশ্বজিৎ দে : অভিষেক ব্যানার্জীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে জমি বেচার নামে লক্ষাধিক টাকা প্রতারণার শিকার সোদপুরের এক দম্পতি,কান্নায় ভেঙে পড়েছে দম্পতি
অভিষেক ব্যানার্জীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে জমি বেচার নাম করে সোদপুরের এক দম্পতির সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল মাসুদ মন্ডল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।।নিজের জমি বিক্রি করার নামে তিন লক্ষ টাকা নেয় ওই দম্পতির থেকে মাসুদ মন্ডল নামের ওই ব্যক্তি।।চার বছর ধরে দম্পতিকে বিভিন্ন সময়ে ঘোরাতে থাকে ওই ব্যক্তি।।তারপর প্রতারিত দম্পতি বুঝতে পারে যে তারা প্রতারণার শিকার হয়েছেন।।বারংবার মাসুম মন্ডলকে ফোন করলেও সে ফোন ধরে না বলে অভিযোগ।।সাধন দাস ও সম্পা দাস নামের এই দম্পতির মেয়ে অত্যন্ত অসুস্থ।।চিকিৎসার জন্য প্রয়োজন টাকার।।সেই জায়গায় দাঁড়িয়ে প্রতারণার শিকার হয়েছেন এই দম্পতি।।প্রতারিত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন তারা।।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রতারক মাসুদ মন্ডল