পানিহাটিতে সরকারি স্কুলে বসে এসআইআর এর ফর্ম বিলি ২জন বি এল ওর,ঘটনায় সরব বিজেপি,বিজেপির অভিযোগ ভিত্তিহীন দাবী কাউন্সিলর স্বপন কুন্ডুর
পানিহাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহেন্দ্রনগর স্কুল চত্বরে বসে এস আই আর ফর্ম বিলি করছে উমা বড়ুয়া ও ভাস্কর পাল নামের ২ জন BLO।কুড়ি নম্বর ওয়ার্ডের ১১৫, ১১২ পাটের এস আই আর এর ফর্ম বিলি করছে blo।।যেখানে নির্বাচন কমিশনের নির্দেশ কোনো জায়গায় বসে ফর্ম বিলি করা যাবে না।।প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে।।সেই নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এইভাবেই তৃণমূলের এজেন্টদের সঙ্গে নিয়ে বি এল ও রা বিভিন্ন জায়গায় বসে ফর্ম বিলি করছে এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বের।।পাশাপাশি বিহারে যেভাবে বিএলওরা নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে জেলে গিয়েছে।।পশ্চিমবঙ্গেও বিএলওদের এরকম অবস্থা হবে হুঁশিয়ারি বিজেপি নেতা জয় সাহার।।আর সরকারি স্কুলে বসে ফর্ম বিক্রি করার ঘটনায় কোন প্রতিক্রিয়া দিতে চায়নি অভিযুক্ত ২ BLO….তবে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর স্বপন কুন্ডু জানান,বিজেপির এই অভিযোগ ভিত্তিহীন।বি,এল,ও রা বাড়ি খুজে পাচ্ছিলেন না।তখন নির্বাচন অফিসাররা নাকি কাউন্সিলর স্বপন কুন্ডু কে স রকারি জায়গায় বসে বি,এল,ও দের সাহায্য এর নির্দেশ দেন।সেই নির্দেশ মতো তিনি মহেন্দ্র নগর স্কুলে তাদের সাহায্য করেন।