- বিশ্বজিৎ দে
:কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত টেক্সম্যাকো জলের ট্যাংকি এলাকায় দুর্গাপুজোর চাঁদার নাম করে মদ্যপ অবস্থায় তোলাবাজি ও লরিচালককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতা ধর্মেন্দ্র রায়ের বিরুদ্ধে।।এই ধর্মেন্দ্র রায় বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত।।২০২২ সালের পৌরসভা নির্বাচনে কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডের বিজেপির প্রার্থী হয়েছিল এই ধর্মেন্দ্র রায়।।CCTV তে চাদার নামে লরি চালককে হুমকি দিতে দেখা যাচ্ছে এই বিজেপি নেতাকে।।আর সেই মুহূর্তের ছবি ভাইরাল ।তবে এই ব্যাপারে মুখ খুলতে নারাজ অভিযুক্ত ধর্মেন্দ্র রায়। আর বিজেপি নেতার এই ধরনের তোলাবাজির ঘটনা কোনোভাবে বরদাস্ত করবে না তৃণমূল কংগ্রেস।।এমনটাই জানিয়েছে কামারহাটি পৌরসভার পুরপ্রধান গোপাল সাহা।।বিজেপি দল তোলাবাজি বরদাস্ত করে না।।যদি ঘটনা সত্যি হয় তাহলে দল যথাযথ ব্যবস্থা নেবে।।এমনটাই জানালেন দমদম সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি চন্ডীচরণ রায়…..
BJP leader threat
বিশ্বজিৎ দে:কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের অন্তর্গত টেক্সম্যাকো জলের ট্যাংকি এলাকায় দুর্গাপুজোর চাঁদার নাম করে মদ্যপ অবস্থায় তোলাবাজি ও লরিচালককে...