AMAR BANGLA NEWS

বেআইনিভাবে বাগজোলা খালের অংশ দখল করছে জমি মাফিয়ারা,ঘটনাস্থলে বিধায়ক গেলে তাকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের,সমস্যার সমাধানের আশ্বাস বিধায়কের

বেআইনিভাবে বাগজোলা খালের অংশ দখল করছে জমি মাফিয়ারা,ঘটনাস্থলে বিধায়ক গেলে তাকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের,সমস্যার সমাধানের আশ্বাস বিধায়কের বরানগর পৌরসভার এক...

বেআইনিভাবে বাগজোলা খালের অংশ দখল করছে জমি মাফিয়ারা,ঘটনাস্থলে বিধায়ক গেলে তাকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের,সমস্যার সমাধানের আশ্বাস বিধায়কের

বরানগর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ওপর দিয়ে গেছে বাগজোলা খাল।।সাংসদ সৌগত রায় খাল সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছিলেন তার সাংসদ তহবিল থেকে।।তারপর বাগজোলা খালের সংস্কার হওয়ায় খালের পার্শ্ববর্তী এলাকা জল জমার থেকে রেহাই পেয়েছে।।বরানগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সতীন সেন নগরের কাছে পাইলিং এর নামে বাগজোলা খালের অংশ বেআইনিভাবে দখল করছে কিছু জমি মাফিয়া।।আর এই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি।।বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা।।পাশাপাশি জমি মাফিয়াদের বিরুদ্ধেও সরব হয় এলাকার মানুষজন।।বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি আশ্বাস দিয়েছেন সমস্যার সমাধান দ্রুত করা হবে এবং বাগজোলা খালের অংশ কোনোভাবে দখল করা যাবে না……