AMAR BANGLA NEWS

আরিয়াদহে ফের জায়েন্ত সিংয়ের আতঙ্ক

আরিয়াদহে ফের জায়েন্ত সিংয়ের আতঙ্ক,এক ব্যক্তিকে বন্দুকের বাট ও কাঠের বাটাম দিয়ে রাস্তায় ফেলে মারধোর জায়েন্ত সিংয়ের সাগরেদদের,আতঙ্কে আক্রান্ত ব্যাক্তি,পলাতক...

আরিয়াদহে ফের জায়েন্ত সিংয়ের আতঙ্ক,এক ব্যক্তিকে বন্দুকের বাট ও কাঠের বাটাম দিয়ে রাস্তায় ফেলে মারধোর জায়েন্ত সিংয়ের সাগরেদদের,আতঙ্কে আক্রান্ত ব্যাক্তি,পলাতক অভিযুক্তরা,তদন্তে দক্ষিনেশ্বর থানার পুলিশ

 

আরিয়াদহে ফের জায়েন্ত সিংয়ের আতঙ্ক।।আক্রান্ত সঞ্জীব মান্না নামে ব্যক্তির ভাগ্নিকে পালিয়ে নিয়ে বিয়ে করে রাহুল মালিক।।সেই ভাগ্নির সঙ্গে ফোনে কথা বলেছিল মামা সঞ্জীব মান্না।।আর তাই নিয়েই সঞ্জীব মান্নাকে প্রতিনিয়ত ফোনে মারার হুমকি দিত রাহুল মালিক।।গতকাল রাতে কামারহাটি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আড়িয়াদহ বিন্ধোবাসিনী তলা এলাকায় খাওয়ার আনতে যায় সঞ্জীব মান্না।।তখনই ওখানে রাহুল মালিক ও সুব্রত নিয়োগী ওরফে বাবু দলবল নিয়ে দাঁড়িয়ে থাকে।।তারপর হঠাৎই সঞ্জীব মান্নার উপর কাঠের বাটাম ও বন্দুক নিয়ে চড়াও হয়।।সাইকেল থেকে রাস্তায় ফেলে কাঠের বাটাম দিয়ে ও বন্দুকের বাট দিয়ে সঞ্জীব মান্নাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।।মারধোরে বুকের পাজরে গুরুতর আঘাত লেগেছে।।তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সাগর দত্ত হাসপাতালে।।মারধরের ঘটনায় অভিযুক্ত রাহুল মালিক ও সুব্রত নিয়োগী আরিয়াদহের ত্রাস জায়েন্ত সিংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ