রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবার পর চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ‘জনরাজভবন’ দর্শনের সাথে সঙ্গতি রেখে একাধিক গঠনমূলক ও জনমুখী কর্মসূচি আয়োজন করা হয়েছে । যার লক্ষ্য রাজভবনকে জনগণের অংশগ্রহণের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা । দিনের শুরুতে যোগ সচেতনতা এবং আত্মবিশ্বাস বাড়াতে প্রদর্শনীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সময়সূচি নির্ধারণ করা হয়েছে । রাজ্যপাল ড. সি. ভি. আনন্দ বোসের উপস্থিতিতে কেক কেটে তিন বছরের পথচলা উদ্যাপন করা হয়, যেখানে স্কুলশিক্ষার্থী, সুবিধাবঞ্চিত শিশু, বিশিষ্ট শিল্পী এবং ইন্ডিয়ান মিউজিয়ামের কর্মকর্তারা অংশ নেন । অনুষ্টানটি রাজভবনের ‘জনরাজভবন’ দর্শনের ধারাবাহিকতায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সংযোগ দৃঢ় করার উদ্দেশ্যে আয়োজিত হয় ।শিক্ষার্থীদের সঙ্গে সংলাপঅনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মাননীয় রাজ্যপাল শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথোপকথনে অংশ নেন, তাদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও নেতৃত্বগুণ বিকাশের নানা প্রশ্নের উত্তর দেন । তরুণ প্রজন্মকে উদ্যোগী করা, মূল্যবোধ-ভিত্তিক শিক্ষা ও নাগরিক দায়িত্ববোধ তৈরির বার্তা এই সংলাপে প্রাধান্য পায় ।
রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবার পর চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ‘জনরাজভবন’ দর্শনের সাথে সঙ্গতি রেখে একাধিক গঠনমূলক ও জনমুখী কর্মসূচি আয়োজন করা হয়েছে
রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবার পর চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে ‘জনরাজভবন’ দর্শনের সাথে সঙ্গতি রেখে একাধিক গঠনমূলক ও জনমুখী কর্মসূচি...