সিকিমে ট্রেকিং করতে গিয়ে মৃত্যু হলো আগড়পাড়ার সুমন দেবনাথের,বাকরুদ্ধ গোটা পরিবার
ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হল আগরপাড়া-র ৪ নম্বর মহাজাতি নগরের বাসিন্দার। মৃতের নাম সুমন দেবনাথ,৩৮ বছর বয়স।
সুমন দেবনাথ তার বন্ধুদের সঙ্গে সিকিমের পাহাড়ের গোচাঁলায় নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নামার পথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় সুমন দেবনাথের। যার ফলে
মাঝপথে ই তার মৃত্যু হয়।
পরিবারের তরফে জানানো হয়েছে, গত গত শুক্রবার ১৪ নভেম্বর পাঁচ বন্ধু মিলে সিকিমে গোচাঁলায় ট্রেকিং করতে যাবেন।তাদের মধ্যে দুই বন্ধু যেতে না পারায়। সুমন দেবনাথ সহ আরো দুই বন্ধু মিলে সিকিমের ট্রেকিং করতে যায়।গতকাল মঙ্গলবার ১৮ নভেম্বর রাতে সুমন দেবনাথ এর আগরপাড়া ৪ নম্বর মহাজোতি নগরের বাড়িতে খবর আসে ট্রেকিং করে নিচে নামার সময় অসুস্থ বোধ করেন সুমন দেবনাথ। চিকিৎসার জন্য তাকে নামিয়ে আনার আগেই মৃত্যু হয় তার।