AMAR BANGLA NEWS

গোপন সূত্রের ভিত্তিতে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও নারায়ণপুর থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা উদ্ধার হয়েছে।

গোপন সূত্রের ভিত্তিতে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও নারায়ণপুর থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা উদ্ধার হয়েছে। রবিবার,...

গোপন সূত্রের ভিত্তিতে রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও নারায়ণপুর থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা উদ্ধার হয়েছে। রবিবার, ১৬ নভেম্বর, এসটিএফ পশ্চিমবঙ্গের একটি বিশেষ টিম নারায়ণপুর থানার পুলিশের সঙ্গে বারোমাথা মোড় এলাকায় তল্লাশি চালিয়ে মোট পাঁচ কোটি টাকা নগদ উদ্ধার করে। ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং একটি সাদা রঙের মাহিন্দ্রা স্করপিও গাড়ি আটক করা হয়েছে।

এসটিএফ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে স্করপিও গাড়িটিকে আটকানো হয়। গাড়িটি বীরভূম দিক থেকে আসছিল। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর জিপ লাগানো একাধিক ব্যাগে রাখা বিশাল অঙ্কের টাকা উদ্ধার হয়। গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম —

1. আক্রম খান (৩৫)

2. ইমরান খান (৩১) — দু’জনই বীরভূমের বাসিন্দা।

উদ্ধার হওয়া টাকার বৈধ উৎস বা কোনও প্রমাণপত্র তারা দেখাতে পারেনি। ফলে দু’জনকে আটক করে গাড়িসহ জব্দ করা হয়েছে।

ঘটনায় নারায়ণপুর থানায় মামলা রুজু হয়েছে। তদন্তভার গ্রহণ করেছে এসটিএফ পশ্চিমবঙ্গ।