বীরভূমের সাঁইথিয়াতে BLO নিয়োগ নিয়ে অভিযোগ বিজেপির। বিজেপির অভিযোগ সাঁইথিয়ার বিভিন্ন জায়গায় যে BLO নিয়োগ হয়েছে তাদের মধ্যে অনেকেই তৃনমুলের সাথে সরাসরি যুক্ত।
>তাদের মধ্যে অনিমেষ মন্ডল,যিনি তৃনমুলের ওয়ার্ড সেক্রেটারি, সাঁইথিয়া শহর এর ওয়ার্ড নং -7 এর BLO হিসাবে নিয়োগ করা হয়েছে।
>সুখেন্দু খান BLO ৬ নম্বর ওয়ার্ডের , সাঁইথিয়া মিউনিসিপালিটি এর অস্থায়ী কর্মী পাশাপাশি তৃনমুল কর্মী
>অনিন্দ্য মিস্ত্রি , সাঁইথিয়া ২ নম্বর ওয়ার্ডের BLO , তিনিও তৃনমুল কর্মী।
বিজেপি জানিয়েছে এই সমস্ত BLO দের নামে তথ্য আগেই তারা নির্বাচন কমিশনে জানিয়েছেন। পরবর্তী কালে সঠিক ভাবে কাজ না করলে আবারও নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন তারা।
যদিও ৬ নম্বর ওয়ার্ডের BLO সুখেন্দু খান জানিয়েছেন। তিনি তার দায়িত্ব সঠিক ভাবেই পালন করবেন।