শ্যামনগরের একটি অনুষ্ঠান বাড়িতে বিজেপির এক বিজয়া সম্মেলনে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবেন আর আমরা কি কীর্তন করবো? তৃণমূল পার্টি টা একটি সমাজবিরোধীদের পার্টি। এদের পাড়ায় সমাধান থেকে শুরু করে দলীয় মিটিংয়ে চলছে মারামারি। পশ্চিমবঙ্গটা ভয়ংকর পরিস্থিতির মধ্যেই যাচ্ছে। যেখানে ৩৫৬ হবে কি হবে না তা আমরা চাইলেও হবে না চাইলেও হবে। যেভাবে বিজেপির সাংসদ বিধায়কদের মারা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সারাবিশ্ব ছি ছি করছে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একটা দায়সারা বক্তব্য দিয়েছে কিন্তু ইন্ডি জোটের কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে মুখ খুলছে না।এই পরিস্থিতিতে রাজ্যপাল ও রাষ্ট্রপতিও যথেষ্ট চিন্তিত। এ বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে তাতেই আমরা রাজি আছি। অন্যদিকে ত্রিপুরায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর নিয়ে তিনি বলেন যদি সারাদেশে এই পরিস্থিতি হয় তাহলে তাদের কি হবে। অন্যদিকে এ রাজ্যে এস আই আর হবেই বলে জানান তিনি। বিহারে শান্তিপূর্ণভাবে SIR হয়েছে এখানেও হবে বলে জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ
বাইট:- দিলীপ ঘোষ